
সাতক্ষীরার কালিগঞ্জে উম্মে নাই’মা নামে পাঁচ বছর বয়সী শি’শু কন্যা সন্তানসহ নাজমুন নাহার রিমি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।




এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী কালিগঞ্জ থা’নায় একটি সাধারণ ডায়েরি করেছেন।




পু’লিশ জানায়, উপজে’লার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মনিরুল ইস’লাম’র (৩১)




সাথে ছয় বছর আগে শ্যামনগর উপজে’লার রমজানগর ইউনিয়নের সোনাখালি গ্রামের নুরুজ্জামানের মে’য়ে নাজমুন নাহার রিমির (২৩) বিয়ে হয়।
তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। গত ১১ অক্টোবর রাত ১০টার দিকে মনিরুল ইস’লাম ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী’ রিমি শি’শু সন্তান নাই’মাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় স্বামী মনিরুল ইস’লাম থা’নায় একটি সাধারণ ডয়েরি (নং-৪৯৭) করেছেন।